মায়ের ঋণ
আব্দুস সাত্তার সুমন
সবাই চলে যেতে পারে
সন্তান রেখে সরে,
মা পারে না ছেড়ে যেতে
আঁকড়ে রাখে ধরে।
বৃষ্টি আসে রোদে পুড়ে
হাজার বাধা শেষে,
মা জননী সর্ব দিয়ে
লালন করে বেশে।
ছায়া হয়ে মাথার উপর
বটবৃক্ষ তিনি,
জান্নাত হবে পিতা-মাতা
তাহার কাছে ঋণী।
সন্তান কাঁদলে মায়ের ব্যথা
সারা রাত্রি জেগে,
সেবা করে পরশ মেখে
যায়না তিনি রেগে।
সর্বোপরি অবদানে
উচ্চমাকাম মায়ের!
মায়ের ঋণের শোধ হবে না
চামড়া দিয়ে গায়ের।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.