প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৪:০৪ পি.এম
মারিশ্যা ২৭ বিজিবি কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ
রাঙ্গামাটি প্রতিনিধিঃ
বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা বিজিবি জোনের উদ্যোগে সীমান্ত পরিবার কল্যাণ সংস্থা (সীপকস) এর উপ-শাখা সীপকস, মারিশ্যা এর পক্ষ থেকেও শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
১২ জানুয়ারি ২০২৫ ইং রবিবার সকালে মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল ইন্জিনিয়ার মোঃ মুনতাসির মামুন এর দিক নির্দেশনায়
এর অধীনস্থ মুসলিম ব্লক, মধ্যমপাড়া, মাষ্টারপাড়া, কাচালং বাজার, ইমামপাড়া, বাঘাইছড়ি, গুচ্ছগ্রাম, বাবুপাড়া এবং তুলাবান , নতুনপাড়া টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকার দুলুছড়ি ও ছোটকংলাক, উদয়পুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বড়কংলাক, কিংকরপাড়া টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকার খাগড়াছড়িপাড়া এবং তারাবুনিয়া টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকার তারাবুনিয়াপাড়া নামক স্থানে এসব কম্বল বিতরণ করা হয়।
এর সময় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন, সীমান্ত ও মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত থাকবে বলে বিজিবি কর্তৃপক্ষ আশাবাদ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.