মালদ্বীপে কর্মরত বাংলাদেশীদের ১৪ জন বিশিষ্ট প্রবাসী ফুটবল টিম গঠিত হয়েছে। সোমবার (৭ই, মার্চ) রাত ১২টায় রাজধানী মালের কুড়া হেনভিরু স্ট্রিট স্টেডিয়ামে স্থানীয় ও বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের উপস্থিতিতে ফুটবল টিমের সদস্যদের হাতে জার্সি তুলে দেন টিমটির স্পনসরে থাকা এলেভেটে রিক্রুটমেন্ট কোম্পানির কর্ণধার সুমন হাওলাদার ও ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা মো. আল-আমিন। এ-সময় উপস্থিত ছিলেন মো. ভুবন, মনির হোসেন, ইমরান ভুঁইয়া, সাইফ হাসান।
১৪ জন বিশিষ্ট প্রবাসী এই ফুটবল টিমের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয় মো. সুফী আহমেদ, সহ ক্যাপ্টেন মো. মামুন এবং অন্যদের মধ্যে রয়েছেন মো. আশরাফ, মো. জয়নাল, সুমন হোসেন, মো. আরিফ, মো. সোহেল, মো. আরিফ, মনির হোসেন ও গোলরক্ষক মো. রাজীব প্রমুখ।
ক্লাবটির সদস্যরা জার্সি গ্রহণ করে নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ এর আয়োজন করেন। ম্যাচ শেষে ক্লাবটির সহ ক্যাপ্টেন মো. মামুন বলেন, পরিবার প্রিয়জন থেকে দূর পরবাসে কর্মব্যস্ত আর যান্ত্রিক জীবন থেকে একটু প্রশান্তির জন্য বাংলাদেশের সংস্কৃতি চর্চার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.