মা
রোহান রায় (কোলকাতা)
মা ডাকটি মিষ্টি অতি
মন ভরে যায় স্বাদে,
তুমি বিনে একলা মাগো
মনটা ভিষণ কাঁদে।
মা শব্দ ছোট্র যে খুব
যার তুলনা নাই,
তোমার হাসি দেখলে মাগো
প্রাণ জুড়িয়ে যায়।
মাগো তুমি আঁধাড় ছিঁড়ে
দেখালে আলোর পথ
সত্য ছাড়া মিথ্যে না বলার
করিয়েছো যে শপথ।
মাগো তুমি আঁধার রাতের
ভুবন ভরা আলো,
হয়নি আজও বলা তোমায়
বাসি ভিষণ ভালো।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.