লায়ন মোঃ গনি মিয়া বাবুল
দশ মাস দশদিন করেছে গর্ভে ধারণ
ছিন্ন হবার নয় তার বত্রিশ বাঁধন,
তাইতো তিনি সুখ-দুঃখে ভাগী, সমব্যথী
তিনি যে সহমর্মী, মা, জননী, জন্মদাত্রী।
ভালোবাসায় পরিপূর্ণ তার হৃদয় ভেতর বাহির
সন্তানের সুখ চায় যদিও হয় সে কাহিল,
মায়ের স্নেহ মমতায় রয়েছে পৃথিবী চলমান
মা শুধু চায় সন্তানের সুখ শান্তি ও সম্মান।
সন্তানের বেহেশত মায়ের পদতলে নবীজির উক্তি
আজীবন মায়ের সেবা, মনতুষ্টি সন্তানের মুক্তি,
সকল সুখ শান্তি লাভের সোপান মাতৃভক্তি
মহান আল্লাহর কাছে চায় সে সুযোগ ও শক্তি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.