মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কটিয়াদী উপজেলার চান্দ্পুর ইউনিয়নে হযরত মিয়া চান্দ শাহ্ উচ্চ বিদ্যালয়, মহান স্বাধীনতাও জাতীয় দিবস পালিত হয়। সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এই সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, হযরত মিয়া চান্দ শাহ উচ্চ বিদ্যালয়।
হযরত মিয়া চান্দ শাহ উচ্চ বিদ্যালয় এর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী করা হয় ।এবং অতিথিবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন নব-নির্বাচিত হযরত মিয়া চান্দ শাহ্ উচ্চ বিদ্যালয় সভাপতি আলী মোজাম্মেল, বিশিষ্ট সাংবাদিক সারোয়ার হোসেন শাহিন, কমিটির অভিভাবক সদস্য আসাদুল হক বাবুল, কামরুজ্জামান শামীম, জাহাঙ্গীর ভূঁইয়া, ছাত্র লীগ নেতা রনি খান ও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: আরমান,কটিয়াদী রক্তদান সমিতি প্রধান বদরুল আলম নাঈম এবং দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সাংবাদিক মোঃ ওয়াহিদ সহ আরো সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ আজহারুল হক রানা। আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল হাশিম, সিনিয়র শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, বিভুতি ভূষন দেবনাথ, শাহ আ,লতিফ, রুবিয়া খাতুন, মোঃ তানজিল, আফসানা আক্তার, শিমু রানী দাস, লীনা আক্তার, ফেরদৌস খান ও মো, ধনু মিয়া সমাজ সেবক, সহ অনেকেই। উপস্থিত ছিলেন এবং সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাই ছাত্র-ছাত্রী
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.