মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর টেকনো টেক্সটাইল মিলস লিমিটেডের ইঞ্জিনিয়ার শেখ খাইরুল ইসলামকে অপহরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অফিস ছুটির পর বাড়ি ফেরার সময় অফিস এর সামনে থেকে তার গ্রামের বাড়ি বনপাড়া যাওয়ার জন্য ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারে উঠেন। পরে সেখান থেকে আরো দুই জন ছিনতাইকারী যাত্রীবেশে প্রাইভেট কারে ওঠে। পথে তার দুই পাশ থেকে তার হাত, পা ও চোখ বেঁধে মারধর করে ডাচ বাংলা ব্যাংক এর এটিএম কার্ড ২ টি স্মার্ট ফোন ও নগত ৫ হাজার টাকা নিয়ে নেয়।
https://youtu.be/xiW7dI2Z90E?si=b3oRKkUJuKDlJxpS
আনুমানিক বিকাল ৪ টা ২০ থেকে রাত ৮ টা পযন্ত চোখ হাত পা বাধা অবস্থায় তাকে বিভিন্ন এটিএম বুথে ঘুরিয়ে গুড়িয়ে টোটাল ৪ লক্ষ ৫০ হাজার টাকা ২ টি বাংক একাউন্টে ও একটি রকেট নাম্বারে টাকা উত্তোলন ও ট্রান্সফার করে নেয়। পরে তাকে টাঙ্গাইল ঘারিন্দা হাইওয়ে আন্ডার বাইপাসের নিচে নামিয়ে দেন ছিনতাইকারীরা।
শুক্রবার রাত সাতটা বিশ মিনিটে ইঞ্জিনিয়ার খাইরুলের ইসলামের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় তিনি মির্জাপুর থানায় গত রাত দুইটায় দিকে উক্ত ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে একটি সাধারণ ডায়েরি করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.