আন্তর্জাতিক ডেস্ক:
মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি'র নিকট বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ গত ১৭ ডিসেম্বর ২০২৩ পরিচয়পত্র পেশ করেন এবং রাষ্ট্রপতির সাথে রাষ্ট্রদূত সৌজন্য বিনিময় করেন। একই দিনে প্রেজেন্টেশন অব্ ক্রেডেনশিয়াল সেরিমনি অনুষ্ঠানে বাংলাদেশসহ মোট ২০টি দেশের রাষ্ট্রদূত পরিচয়পত্র হস্তান্তর করেন।
ঐদিন ভোরে প্রেসিডেন্সিয়াল প্যালেসের বিশেষ গাড়ীতে মোটর শোভাযাত্রাসহ বাংলাদেশ হাউস থেকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাষ্ট্রদূতকে নিয়ে যাওয়া হয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতায় প্রথমে বাংলাদেশের রাষ্ট্রদূতকে দুজন চেম্বারলিন প্রেসিডেন্সিয়াল প্যালেসের গার্ডেনে নিয়ে যান। সেখানে অর্কেস্ট্রা গার্ড কর্তৃক বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং রাষ্ট্রদূতকে গার্ড অব্ অনার প্রদান করা হয়।
পরে রাষ্ট্রদূতকে মিশরের রাষ্ট্রপতির চেম্বারে নিয়ে যাওয়া হয়, যেখানে রাষ্ট্রদূত সামিনা নাজ রাষ্ট্রপতিকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান এবং নিজের পরিচয় জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া পরিচয়পত্র মিশরের রাষ্ট্রপতির নিকট হস্তান্তর করেন। মিশরের রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের সাথে করমর্দন করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র (Letter of Credence) গ্রহণ করে তিনি আনন্দিত। তিনি বাংলাদেশকে মিশরের 'Sisterly Country' বলে সম্মোধন করেন। মিশরের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে।
রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত সামিনা নাজ তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে রাষ্ট্রদূত সর্বোচ্চ প্রচেষ্টা সহকারে কাজ করবেন বলে জানান। মিশরে দায়িত্ব পালনের সময় মিশরের রাষ্ট্রপতির কাছ থেকে পূর্ণ সমর্থন, উৎসাহ এবং সাহায্য পাবেন বলে রাষ্ট্রদূত দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.