আজিজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
সাম্য শান্তি সম্প্রীতির কলরবে, এসো জাগি বিজয়ের উৎসবে এই শ্লোগান কে ধারণ করে দুদিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়োৎসব ২০২২ কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ২৮ ডিসেম্বর বিকেল ৪.০০ টায় উদ্ধোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় পরিষদ সদস্য নাট্যজন এড.তাপস রক্ষিত৷
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যাপ্রিয় চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এড.ফরিদুল ইসলাম,সাধারন সম্পাদক মেয়র মুজিবুর রহমান,কক্সবাজার -০২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক (এমপি), সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক মোঃ নজিবুল ইসলাম, জাসদ সাংগঠনিক সম্পাদক মোঃ হোসাইন মাসু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান।
এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অহংকার। গৌরবের এ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সঠিক ইতিহাস প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোনো আপস করা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে মৌলবাদ ও জঙ্গিবাদকে রুখে দাঁড়ানোর আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিজয়োৎসব উদযাপন পরিষদের আহবায়ক খোরশেদ আলম,সদস্য সচিব রিদুয়ান আলী, কবি অমিত চৌধুরী, কবি আসিফ নূর, সুবিমল পাল পান্না,ওয়াহিদ মুরাদ সুমন, মনির মোবারক প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সৈকত খেলাঘর আসর, সৃজন সংগীত ভূবন, বিজয়মুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.