মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে আলোচিত জিলু হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জিলুর পরিবারের সদস্য ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের রাস্তায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করা করেন তারা।
এসময় মানববন্ধনে জিলুর পরিবারের সদস্যা জিলু হত্যায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যক্রর করার দাবী জানান। জিলু হত্যার জড়িতরা প্রতিনিয়ত জিলুর পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছে বলে মানববন্ধন অভিযোগ করেন তারা।
এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রেহানা বেগম মামলাটি করেন। ইতিপূর্বে রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে পৌরসভার টেঙ্গর এলাকার রিকাবীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে মাস্টামাইন্ড সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে হামলায় জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জিল্লুর রহমান নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন।
মানববন্ধনে জিলুর পরিবারের সদস্য ছাড়াও শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.