মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে বেধড়ক মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ জাকির হোসেনের বিরুদ্ধে।
আহত যুবক রিফাতুল ইসলাম (২৩) বাঙ্গরা গ্রামের জাহাঙ্গীর সওদাগরের ছোট ছেলে। তিনি এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে বাঙ্গরা গ্রামের শাহাদাৎ হোসেনের মৃত্যুসংবাদ শুনে লাশ দেখতে যান রিফাতুল ইসলাম। এ সময় চেয়ারম্যান শেখ জাকির হোসেন তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে চেয়ারম্যান নিজ হাতে থাকা টর্চলাইট দিয়ে রিফাতের থুতনিতে আঘাত করেন। পরে তার সহযোগীরা রিফাতকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
আহত রিফাতুল ইসলাম জানান, “চেয়ারম্যান জাকির দীর্ঘদিন ধরে তার প্রভাব খাটিয়ে আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করেছেন। সম্প্রতি তা বন্ধ করে দিলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার উপর এই হামলা চালান। হামলাটি হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে।”
আহতের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে চেয়ারম্যান জাকির আগেও আমাদের পরিবারের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়েছে। এখন আর চাঁদা আদায় করতে না পারায় সে প্রতিশোধ নিতে আমার ছোট ভাইকে পিটিয়ে জখম করেছে। সে একজন হত্যা মামলার আসামী হয়েও এলাকায় এধরনের অন্যায় কাজ করে যাচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
হামলার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, এবিষয়ে আমার কিছু বলার নেই, যা জানার এলাকাতে এসে জানেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.