মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কাজী নোমান আহাম্মদ ডিগ্রী কলেজ ও রামচন্দ্রপুর আকব্বরের নেসা বালিকা উচ্চ বিদ্যালয় এই দুটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ২৫টি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ১হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করে।
কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মান উন্নয়ন, চলমান প্রতিযোগিতা মূলক শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানসহ করোনা মহামারী পরিস্থিতির কারনে পিছিয়ে শিক্ষার্থীদেরকে লেখাপড়ার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে আমরা এই পরীক্ষার আয়োজন করেছি। সতস্ফুর্ত ভাবে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহন করেছে। সবকিছু ঠিক থাকলে ৩০শে ডিসেম্বর আমরা এই পরীক্ষার ফলাফল ঘোষনা করতে পারবো। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.