মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন (৩৮) উপজেলার একই ইউপির রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ীতে সংঘবদ্ধ চোরেরা অটোরিকশার ব্যাটারী চুরি করে এবং ঘরের মাটি (হীন) কেটে প্রবেশের চেষ্টা করে। এসময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে চোরের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও সাদ্দাম হোসেন ধরা পরে যায়। এসময় বাচ্চু মিয়ার ছেলে মোস্তফা ও সেলিমরা তাকে গাছের সাথে বেঁধে রাখে। চোর আসছে চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে চোরকে গণপিটুনি দেয়। লোকজনের পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে থানায় আনা হয়েছে। হত্যা মামলা প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.