মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে টিনের চাল থেকে ছাঁটাই করা গাছের ডাল সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেবি বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কামালকান্দি পাঁচকিত্তা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি বেগম কামালকান্দি পাঁচকিত্তা গ্রামের মুর্শিদ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বেবি বেগম ও তার স্বামী মুর্শিদ মিয়া কয়েক মাস ধরে ছেলেকে নিয়ে ঢাকার নারায়ণগঞ্জে থাকেন। সেখানে থেকে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য কাজ শেখাচ্ছিলেন। কয়েকদিন আগে বিশেষ কাজে স্বামী-স্ত্রী দু’জনেই বাড়িতে আসেন। ঘটনার দিন মুর্শিদ মিয়া গাছের ডালা ছাঁটাই করলে সেটি পার্শ্ববর্তী বাড়ির টিনের বেড়ার ওপরে গিয়ে পড়ে। সেখন থেকে ছাঁটাইকৃত ডালা সরাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয় বেবি বেগম। পরে তাকে তাৎক্ষণিকভাবে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টিনের বেড়ার সাথে লাগোয়া ভাবে বিদ্যুতের খুঁটি ও ডিস লাইন সহ বিভিন্ন তারের সংযোগ ছিল, সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
এবিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.