কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মুরাদনগর- ইলিয়টগঞ্জ সড়কের সাতমোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চান্দিনা উপজেলার মৈশাল গ্রামের রিয়াজুল (২২) ও চাদপুরের কচুয়ার মোশাররফ (২৩)।
জানা যায়, মুরাদনগরগামী একটি মোটরসাইকেল সাতমোড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বেপোরোয়া গতির একটি মাটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসম ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার দুই মোটরসাইকেল আরোহী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.