মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
মুরাদনগরের কৃতি সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোঃ আতিকুর রহমানকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। এলাকার নাগরিক সমাজের পক্ষ থেকে উপজেলার বাঙ্গরা থানাধীন মকলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকেলে এ
সংবর্ধনা দেওয়া হয়।
ইউএসএ বিএনপি নেতা আতিকুর রহমান উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের সীমানারপাড় গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও নুরুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় গণ সংবর্ধনায় বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, সামছুল আলম মজনু, নোয়াব ইকবাল, আব্দুল আলিম, জামাল উদ্দিন, কাবিল।
সংবর্ধিত অতিথি আতিকুর রহমান তার বক্তব্যে বলেন, পতিত হাসিনা সরকার রাতের ভোট ও ডামি নির্বাচন করে ক্ষমতায় ছিলো।
প্রশাসনের সকল স্তরে দলীয় করণ করেছিলো এই স্বৈরাচারী হাসিনা। আমরা ভোট বিহীন এই সরকারের বিরুদ্বে বিদেশে থেকে ষোল বছর ধরে দেশ নায়ক তারেক রহমানের পরামর্শে আন্দোলন সংগ্রাম চালিয়েছি। যখন স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে দেশে কেউ কথা বলার সাহস পেতো না, তখন সে আমেরিকায় গেলে আমরা তার গাড়ীর সামনে প্রতিবাদ করেছি। পরিবারের মায়া ত্যাগ করে প্রতিবাদ চালিয়ে গেছি।
এ সময় উপস্থিত ছিলেন, ওবাইদুল হক, শাহজাহান, জাকারিয়া, ফারুক মল্লিক, শাহিন খান, আবদুল কাইয়ুম, বাছির মিয়া, হান্নান সরকার, মাওলানা সিরাজুল ইসলাম সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনগণ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.