
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি’র আয়োজিত দোয়া মাহফিল থেকে সাংবাদিক সাজ্জাদ হোসেন শিমুল এর ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা।
ভুক্তভোগী সাংবাদিক সাজ্জাদ হোসেন শিমুল এশিয়ান টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তার ব্যবহৃত কালো রঙের এক্সব্লেইড (১৬০ সিসি) মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর কুমিল্লা ল-১৩-২৫৪১।
সাংবাদিক সাজ্জাদ হোসেন শিমুল বলেন, শনিবার বিকেল ৪টার দিকে আমি মোটরসাইকেলটি চালিয়ে উপজেলার পীর কাশিমপুর আর এন উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে যাই।
দোয়া মাহফিল থেকে ফিরে দেখি আমার মোটরসাইকেলটি যেখানে রেখে গিয়েছিলাম সেখানে আর নেই।
পরে আশপাশের বিভিন্ন এলাকা খোঁজাখুঁজি করি এবং তাৎক্ষণিকভাবে পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানাই।
তিনি আরও বলেন, সম্ভাব্য আশেপাশের সিসি ক্যামেরা চেক করা হয়েছে। তবে সেখানে কোন প্রমাণ পাওয়া যায়নি। যদি মোটরসাইকেলটি কারো নজরে পড়ে তাহলে 01622388540 এই নাম্বারে যোগাযোগ করার কথা জানান তিনি।
মুক্তির লড়াই ডেস্ক : 




















