কুমিল্লার মুরাদনগরে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের কবি কাজী নজরুল মিলনায়তনে সুইজারল্যান্ডের সহায়তায় ও রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রেশন প্রোগ্রামের আওতায় এই কর্মশলার আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।
সেক্টর স্পেশালিস্ট কাউন্সেলিং ওসমান গনির সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার বরুন চন্দ্র দে, কুমিল্লা জেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর আব্দুর রহিম, সেক্টর স্পেশালিস্ট তানভির হাছান, বিদেশ ফেরত আলামিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, সিনিয়ন মৎস কমংকর্তা মোসাম্মদ নাজমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবদুল আউয়াল খন্দকার, যুব উন্নয় কর্মকর্তা কাজী মোঃ জিকরুর রহমান, ফিল্ড অর্গানাইজার রেবেকা সুলতানা নিপা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.