মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ হারালেন আক্তার হোসেন (৪২) নামের একজন কৃষক। তার পালিত গরুকে আর ঘাস খাওয়ানো হলো না। বৃহস্পতিবার (১১জুলাই) দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের কৈজুরী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কৃষক আক্তার হোসেন কৈজুরী গ্রামের মৃত আবুল হাসেম মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের কৈজুরী গ্রামের কৃষক আক্তার হোসেন প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তার গৃহপালিত গরুর জন্য বাড়ীর পাশের জমির সড়কে ঘাস কাটতে যায়। ঘাস কাটার বোঝা বাধার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ আক্তার হোসেনের হাতে ছোবল দেয়। সাপের কামড় খেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে বাড়ীতে নিয়ে যায়। পরে তার স্ত্রী তাকে হাসপাতালে না নিয়ে কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে কবিরাজ তাকে ঝাড়ফুক করে হাতের বাধঁন খুলে দেয়। এবং সুস্থ হয়ে যাবে বলে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ীতে এসে কৃষক আক্তার হোসেনের শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে তখন তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক বলেন, সাপে কাটার সাথে সাথে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা করা সম্ভব হতো। কিন্তু রোগীর পরিবার হাসপাতালে নিয়ে এসেছে প্রায় সাড়ে ৩ঘন্টা পর। তখন রোগী আর বেঁচে নেই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.