মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, ঢাকা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: শাহ আলম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন পারভিন নিপা, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদ, উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: হারুনুর রশিদ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা সমাজসেবা অফিসার বরুন দে। সভায় উপজেলার মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে গোলাপ ফুল ও রজনীগন্ধার স্টিক হাতে দিয়ে সংবর্ধিত করা হয়। এ আগে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা করা হয়। উপজেলা পরিষদের শহীদ স্মৃতিসৌধে প্রথমেই পুস্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, এডিশনাল এসপি মুরাদনগর সার্কেল পিযুষ চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংঘঠনের পক্ষে শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়।
সকাল ৮টারদিকে মুরাদনগর ডি আর হাইস্কুল মাঠে কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার, এডিশনাল এসপি মুরাদনগর সার্কেল পিযুস চন্দ্র দাশ, মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, বাঙ্গরা বাজার থানার ওসি মো: শফিউল আলম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.