মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেনীপেশার মানুষ।
সোমবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্তরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়।
সকাল ৬টা ৪০মিনিটে মুরাদনগর কেন্দ্রীয় স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট, উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সকাল ১০টায় উপজেলা চত্তরে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুর রহমান। এছাড়া সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুরাদনগর থানার (ওসি) জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার (ওসি) মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন (ভিপি), ইঞ্জিনিয়ার সৈকত আহমেদ, শুকলাল দেবনাথ, গোলাম কিবরিয়া খোকন, কামাল উদ্দিন খন্দকার, আরমান মিয়াসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। খেলাধূলা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.