মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার মুরাদনগর উপজেলায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ১৯৭১ সালের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার স্মরণে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ভিত্তি। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে একটি উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসের কারণেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। রাষ্ট্র ও সমাজে তাঁদের যথাযথ সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন এবং বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দিনব্যাপী এসব আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মুরাদনগর উপজেলাজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.