মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
পুলিশের হাতে গ্রেফতার বিএনপি ও পরিবহন শ্রমিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত বিএনপি নেতার রিমান্ড বাতিল এবং পরিবহন শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার (৮ই এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের সিএনজি স্টেশন থেকে মিছিলিটি শুরু হয়ে কোম্পানীগঞ্জ-মুরাদনগর ও কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রদক্ষিন শেষে সিএনজি স্টেশনে এসে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকরা।
এসময় বক্তারা বলেন, সিএনজি স্টেশনের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও সমন্বয়কদের দায়ের করা দুটি মিথ্যা মামলায় আমাদের শ্রমিক নেতা সহ কয়েকজন বিএনপি নেতাকর্মী কারাগারে আছে। এই মিথ্যা মামলায় প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের ডিবি পুলিশ হয়রানি করছে। গত ৫ই আগস্ট যেই নেতাকর্মীরা থানাকে আগলে রেখে পুলিশের নিরাপত্তা দিয়েছে আজ সেই পুলিশ তাদের আটক ও হয়রানি করছে।
স্বৈরাচার সরকার বিদায় হয়েছে কিন্তু এখনো মুরাদনগরে পুলিশের স্বৈরাচারী আচরন চলছে। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত শ্রমিক ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। যদি তা করা না হয় আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতা মোহাম্মদ ওয়াসিম, কবির হোসেন সরকার নায়েব আলী, আক্তার হোসেন, সুমন, ইব্রাহীম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহŸায়ক খাইরুল ইসলাম, যুগ্ম-আহŸায়ক ইয়াসির আরাফাত, ছাত্র আন্দোলনের নেতা ইমন, আরাফাত সজিব প্রমুখ। মালিক শ্রমিক ঐক্য পরিষদের শতাধিক নেতাকর্মীসহ সহস্রাধিক ড্রাইভার বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।
উল্লেখ্যঃ গত ২৪শে মার্চ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ সিএনজি স্টেশনে গাড়ীর সিরিয়াল নিয়ে কেরানী ও শ্রমিকদের সাথে সমন্বয়কদের একাংশের সাথে হাতাহাতি হয়। পরে থানায় উভয়পক্ষের মাঝে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জের ধরে পরিবহন শ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ও সমন্বয়করা বাদী হয়ে প্রায় ২শতাধিক আসামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে। দুটি মামলায় বিএনপি ও পরিবহন শ্রমিকদের ৭জনকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। ৭ই এপ্রিল আটক বিএনপি নেতা বিল্লাল হোসেনকে ১দিনের রিমান্ড দেয় আদালত।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.