মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে শ্রেণিকক্ষে পাঠদান কালে বিদেশি ছুরিপ্রদর্শনের ভিডিও ভাইরাল হওয়ায় ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ে এই বহিষ্কারের ঘটনা ঘটে।
বিদেশি ছুরি হাতে ভিডিওতে ভাইরাল হওয়া চার শিক্ষার্থীরা হলেন, দশম শ্রেণীর শিক্ষার্থী কামাল্লা গ্রামের বর্তমান ইউপি সদস্য জামাল উদ্দিনের ছেলে ওবায়দুল্লাহ (১৬), একই ক্লাসের কামাল্লা গ্রামের আবুল কাশেমের ছেলে ফয়সাল (১৬), সাইফুল মুন্সির ছেলে সাইম (১৬) ও হরিবল রায়ের ছেলে আনন্দ রায় (১৬)।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সকালে কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর গনিত বিষয়ে পাঠদান কালে শ্রেণিকক্ষের ভেতরে চার জন শিক্ষার্থী বিদেশি ছুরি প্রদর্শন করে তার একটি ভিডিও ধারণ করে। পরে আবার ওই শিক্ষার্থীরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেয়। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাতে শিক্ষার্থীদের ছুরিপ্রদর্শনের ভিডিওটি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরে বৃহস্পতিবার দুপুরে শিক্ষকরা কৌশলে তিনজন শিক্ষার্থীকে আটক করে মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে দেয়। এ ঘটনায় মুরাদনগর থানার (ওসি) বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই শিক্ষার্থীদের অভিভাবকদেরকে ডেকে এনে মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেয়।
এ বিষয়ে কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার খান বলেন, ক্লাসরুমে ছুরি প্রদর্শনের বিষয়টি আমাদের নজরে আসা মাত্রই আমরা কৌশলে সাইফুল, সাইম ও আনন্দ রায় নামের তিনজন শিক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ করে দেই। অপর শিক্ষার্থী ওবায়দুল্লাহ সে বিদ্যালয়ে না আসার ফলে তাকে ধরা সম্ভব হয়নি। বিদ্যালয়ের সভাপতির নির্দেশে অভিযুক্ত চারজন শিক্ষার্থীকেই বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। ভিডিওতে প্রদর্শন করা ছুরিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.