মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামী আনোয়ার হোসেন ওরফে মনু বেগ(৫২) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার খোষঘর গ্রামের মিলন বেগ এর ছেলে।
এর আগে শনিবার ভোর সকালে উপজেলার খোষঘর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের মুরাদনগর থানার একটি হত্যা মামলায় রায়ে ২০২২সালে আনোয়ার হোসেনকে যাবজ্জীবন সাজা ও ৫ হাজার টাকা অর্থদন্ড দেয় আদালত। রায় ঘোষণার পর থেকে আসামী পলাতক ছিলো। তথ্য প্রযুক্তির সহায়তায় বাঙ্গরা বাজার থানার এএসআই আল আমিন এর নেতৃত্বে পুলিশ খোষঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীকে অবশেষে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
শনিবার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.