মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে দীর্ঘ ২৩ বছর পর দুইটি সাজা পরোয়ানায় ১৮ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি শওকত ওরফে কাইল্যা (৫০) কে গ্রেপ্তার করেছে বাঙ্গারা বাজার থানা পুলিশ।
শুক্রবার ভোরে তাকে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধূরী জানান, শওকত ওরফে কাইল্যার বিরুদ্ধে জিআর সাজা-৬২৫/২০০০ মূলে পলাতক থাকা অবস্থায় দীর্ঘ ২৩ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে তার পরিচয় গোপন করে দীর্ঘদিন যাবত চট্টগ্রামের বাকলিয়া থানার ময়দার মিল এলাকায় বসবাস করে আসছিলো। বিধি মোতাবেক উক্ত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.