মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার গাইটুলি এলাকা থেকে ০৮(আট) কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের গাইটুলি গ্রামের পান্নারপুল-বাখরাবাদ সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নয়নপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে বাবুল (৫৯) ও বাবর আলীর ছেলে আবুল বাশার (৫০)।
জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলমগীরের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ধামঘর ইউনিয়নের গাইটুলি গ্রামের পান্নারপুল-বাখরাবাদ সড়কে আবুল হাশেমের বাড়ির সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় এ সময় দ্বেবিদ্দার হইতে বাখরাবাদগামী একটি নম্বরবিহীন সিএনজি তল্লাশী করে ৮(আট) কেজি গাঁজাসহ বাবুল (৫৯) ও আবুল বাশার (৫০) কে আটক করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.