ফয়সাল মবিন পলাশ
মুসুল্লিদের প্রশান্তির জন্য মসজিদে ৪ এসি (এয়ারকন্ডিশন) অনুদান দেয়ার ঘোষণা দেন।
বাংগরা বাজার থানার কৃতি সন্তান মরহুম হাজী শুক্কুর আলী বেপারীর বড় ছেলে বর্তমান মসজিদ কমিটির নতুন সভাপতি মোঃ মিজানুর রহমান, বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ)। শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২৪ বাংগরা পূর্বপাড়া বাইতুল্লাহ নূর জামে মসজিদ এ অনুদান দেয়ার ঘোষণা দেন।
জানা গেছে, বাংগরা পূর্ব পাড়া বাইতুল্লাহ নূর জামে মসজিদে অসংখ্য মুসুল্লি নামাজ আদায় করে থাকে। এই প্রচন্ড গরমে মুসুল্লিদের কষ্ট লাঘবের জন্য হাজী শুক্কুর আলীর পরিবার ব্যাক্তি গত ভাবে এ উদ্যোগ নেন। মরহুম হাজী শুক্কুর আলী পরিবার পূর্বেও বিভিন্ন সময় মসজিদের উন্নয়ন, এলাকায় ধর্মীয়, সামাজিক কল্যাণে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা প্রদান করে আসছেন। এদিকে মসজিদে এসি প্রদানের ঘোষণার পর মরহুম হাজী শুক্কর আলীর পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.