মেঘের সাথে কইতে কথা
- মো. খলিলুর রহমান
আমি মেঘের সাথে কইবো কথা নাই শুনিলে মোরে,
মেঘ উড়ে যায় আর সে শুধায় কী ব্যাথা অন্তরে?
আমার প্রিয়ার হৃদয় হতে অবহেলার বান,
অবচেতন অবলিলায় অবহেলায় সে করেছে দান!
শুনবে কি হে এ অন্তরে কত ব্যথার গান?
না হয় যেন সেই সে রাতের কোন অবসান!
অবহেলা যদিও উহা মোর প্রিয়ারই দান!
আনবে ঊষর হৃদয়ে আমার সৃজনেরই গান।
রাংগা হৃদয় আজ কথা কয় জলদ তোমার সনে,
জানিনা মোর প্রিয়ার হৃদে কোন অশনি দানে!
ফোটে কি ফুল পথ বেভুল সমীর পরশ বিনে!
আমার হৃদয় রক্ত ঝরায় তাঁর অবহেলা মেনে।
তাইতো অথৈ সৃজন কলায় আমার পথ চলা,
ও মেঘ আমার তুমিই সখা তোমায় কথা বলা।
তোমায় বলে মন বাসনা আর কামনা ওরে,
থাকবো বেঁচে তোমায় যেচে সৃজনী অন্তরে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.