মেঘ ছুঁয়ে দেখেছি
সেন্টু রঞ্জন চক্রবর্তী
আমি আকাশের বুকে
ভেলায় ভেসে যাওয়া মেঘ ছুঁয়ে দেখেছি,
বড্ড অভিমানী সে
বুক ফেটে বজ্রপাত হয়
কিন্তু,
মুখ থেকে অদ্যাবধি অসীম যন্ত্রণার একটি শব্দও শুনেনি কেউ,
মাঝে মাঝে চোখ থেকে অশ্রুগুলি বৃষ্টি হয়ে নামে
মাটির পৃথিবীতে।
দুঃখী আকাশটাই তার একমাত্র বিশ্বস্ত সাথী
প্রাণ খুলে একাকিত্বের অনুভূতিগুলি
পূর্ণিমার আলোয় চাঁদের কাছে পাঠিয়ে একটু প্রশান্তি খুঁজে,
জীবন বৈচিত্রের এতটুকু সুখ
স্পর্শ করতে পারেনি কোনো নন্দিনীর শরীর,
তারই বিরহে আজন্ম বেদনা বিধুর চিত্তে আপন মনে ভেসে বেড়ায়,
ক্লান্তি নেই তার
বিরামহীন ছুটে চলায় একটুও থমকে দাঁড়ায়নি কোনোদিন কোনোখানে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.