মোঃ রেজাউল করিম সোহেল
প্রাইমারির শিক্ষক আমি
নইতো প্রফেসার,
চাপের উপর চাপ আমার
সইবো কত আর?
৯টাতে স্কুল তাই
৮ টাতেই রেডি,
৫ টা সময় বাসায় ফিরি
ব্যস্ত এক ড্যাডি।
ক্লাশ, পরীক্ষা, হোম ভিজিট
সারা বছরময়,
আশায় থাকি তবু যদি
প্রমোশনটা হয়।
প্রাইমারির শিক্ষক তাই
সবাই আমার স্যার,
কেজিতেই শুধু পড়াশুনা হয়
শুনবো কত অার?
আধ ঘন্টায় নামাজ-টিফিন
করতে হবে শেষ
বি এ পাশে কেরানির স্কেল
এইতো আমার দেশ।
এতো কিছুর পরেও তবু
থাকে মনে আশা
ছাত্রদের আদাব-সালাম,
পাই ভালবাসা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.