প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৩, ১০:৩১ এ.এম
মেয়েদের পছন্দের তালিকা অনলাইন বিজনেস

অনলাইন বিজনেস কেন পছন্দ, এ নিয়ে কথা হয় পড়ালেখার পাশাপাশি পেশা হিসেবে অনলাইন বিজনেসকে বেছে নিয়াকে য়া পূর্ণার সাথে । পড়ালেখার পাশাপাশি পেশা হিসেবে বেছে নিয়েছেন অনলাইন বিজনেস। (মেঘমালা) নামে তার একটি গ্রুপ রয়েছে, যেখানে তিনি মেয়েদের জামা-কাপড়, শাড়ি থেকে শুরু করে মেটালের গহনা, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক, বাচ্চাদের প্রয়োজনীয় দ্রব্য ও খেলনা বিক্রি করে থাকেন।পেশা হিসেবে কেন অনলাইনভিত্তিক বিজনেস বেছে নিয়েছেন জানতে চাইলে বলেন, তিনি এমন কিছু করতে চেয়েছিলেন, যেখানে পরিবার ও স্বামী,সন্তানকে যথেষ্ট সময় দেয়ার পাশাপাশি যাতে বাড়তি আয় করাও সম্ভব হয়। অনলাইন বিজনেসে বিভিন্ন দ্রব্যের অর্ডার নেয়া ও সেগুলো ডেলিভারির ব্যবস্থা করতে পারেন ঘরে বসেই। এভাবে ব্যবসা ও পরিবার পরিচালনা করছেন একইসঙ্গে। দেশীয় পণ্য ছাড়াও কিছু পণ্য নিয়ে আসেন ,ভারত থেকে।
মানসম্মত পণ্য সরবরাহের কারণে অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা জয় করে নিয়েছেন তিনি। নিজস্ব ডিজাইনের কিছু পোশাকও পেয়েছে বেশ জনপ্রিয়তা। বেড়েছে ব্যবসার প্রসারও। ‘চাকরি নেব না চাকরি দেব’ কথাটি মূলমন্ত্র হিসেবে নিয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে। আশা রাখেন ভবিষ্যতে আরো বড় পরিসরে ব্যবসাকে এগিয়ে নেয়ার।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.