মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় মেয়ের শ্লীলতাহানির অভিযোগে ভন্ড বাবাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে ওসি মনিরুল (তদন্ত) হক উপজেলার ঝলম ইউনিয়নের নোয়াদ্দা গ্রাম থেকে করম আলীকে (৫০) গ্রেফতার করেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার ঝলম ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে দিন মজুর সুজাত আলীর ছেলে করম আলী ২৪ জুলাই রাতে নিজ মেয়েকে রাতে জোরপূর্বক ধর্ষণ করেন। করম আলীর স্ত্রী নাসরিন বেগম বাদী হয়ে ঘটনার কথা উল্লেখ করে ৩০ জুলাই বরুড়া থানায় এ অভিযোগ করেন।
তিনি লিখিত অভিযোগে বলেন, প্রতিদিন ট্যাবলেট খেয়ে করম আলী ঘুমাতে যান, ২৪ জুলাই রাতে সে আমার সাথে একত্রে শুয়ে পড়েন। মধ্য রাতে ঘুম ভেঙ্গে দেখি সে আমার পাশে নেই।
পাশের রুমে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া আমার মেয়ের স্যালোয়ার কামিজ খুলে তাঁকে ধর্ষণ করছে। বিষয়টি যাতে কাউকে না বলি সে আমাকে এতো দিন চুপ রেখেছে। বাধ্য হয়ে আজ অভিযোগ করতে এসেছি থানায়।
অভিযোগর ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে ৩১ জুলাই ২৪ ইং কুমিল্লা আদালতে নিয়ে যায়।
এ বিষয় বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, তার স্ত্রী নাসরিন বেগমের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.