অতনু চৌধুরী রাজু, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ মোংলায় কুকুরের ভ্যাকসিন নিয়ে কথা কাটাকাটির জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।গত রোববার (২০ নভেম্বর) উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চিলা ইউনিয়নের শাজাহান খান এর ছেলে সুন্দর আলী খান (৩২) ও সুন্দরবন ইউনিয়নের আমির মল্লিকের ছেলে আলহাদী মল্লিক।
এ ঘটনায় ভাইর পক্ষে বাঁশতলা গ্রামের তাহের খান এর ছেলে মারুপ খান বাদী হয়ে আলহাদী সহ আরো ১৬ জনের নাম উল্লেখ করে রাতে মোংলা থানায় লিখিত অভিযোগ করেছেন।।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, পূর্বশত্রুতার জেরে সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের আলহাদী সহ আরো অনেকে তার চাচাতো ভাইকে পিটিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে সুন্দর আলীর সঙ্গে সুন্দরবন ইউনিয়নের আলহাদীর সাথে বিরোধ চলে আসছে। ঘটনার দিন দুপুর ২টার মাটির কাজ শেষে ফিরছিলেন সুন্দর আলী। পথিমধ্যে ধারালো অস্ত্র নিয়ে ঘেরাও করে আল হাদীসহ আরো অনেকে। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে সুন্দর আলী আহত হন। পরে আহত সুন্দর আলীকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অন্যদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেছেন আলহাদী মল্লিক। অভিযোগে হাদী বলেন, আমি বাড়ি থেকে বের হলে আমাকে ব্যাঙ্গ করে (কেটিহাদী) ডেকে বলে ভ্যাকসিন দিবি নাকি। আমি বলি ভ্যাকসিন তো দেওয়া শেষ। তারা বলে আমাদের দিবি নাকি। আমি বলি আসলেতো দিবো। তারা বলে ভ্যাকসিন দে! তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আমাকে মারধর করে। আমি আহত হয়ে পড়লে আমাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম দু’পক্ষের দায়েরকৃত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি ব্যবস্থা গ্রহনের বিষয়টি পক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.