অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ মোংলায় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ।
মঙ্গলবার (০২ জানুয়ারী) সকাল সাড়ে ১০'টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সংলগ্ন এলাকায় শীতবস্ত্র'সহ বিভিন্ন উপকরন বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পরিবার কল্যান সংঘের প্রেসিডেন্ট মুসলিমা চৌধুরী। কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা এসময়ে উপস্থিত ছিলেন। এসময়ে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, জেলেদের মাঝে জাল ও নারীদের মধ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
হতদরিদ্র পরিবার শীতবস্ত্র'সহ বিভিন্ন উপকরণ গুলি পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.