অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
বাগেরহাটের মোংলায় মৎস্য ঘের থেকে একটি বাচ্চা কুমির উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা এলাকার মোঃ সুমন খানের মৎস্য ঘের থেকে একটি বাচ্চা কুমিরটি উদ্ধার করেন।
এ বিষয়ে মোঃ সুমন খান বলেন, সোমবার ভোর আনুমানিক সাড়ে ৭'টায় আমি ঘেরের চারো উঠাইতে গিয়ে কুমিরটি দেখি। পরে দড়ি দিয়ে কুমিরটি ধরে বাঁধি এবং বাচ্চা কুমির টাকে এনে কাঁকড়া রাখার বাস্কেটে রাখি।
এই বাচ্চা কুমিরটি দেখতে আসা স্থানীয় এলাকাবাসীরা বলেন, এই ঘেরের সঙ্গে বাঁশতলা খালের সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি মোংলা পশুর নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এই খালে প্রবেশ করেছে। সে সময় থেকে এই বাচ্চা কুমিরটি এই ঘেরে রয়েছে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন বলেন, সুন্দরবন ইউনিয়নের যুবলীগের সভাপতি ও ইউপি মেম্বার খান আহাদুজ্জামানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কুমিরটি উদ্ধার করি। এবং পরবর্তীতে এই বাচ্চা কুমিরটি অবমুক্ত করা হবে।
এ বিষয়ে চাঁদপাই রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন আরও বলেন, উদ্ধার হওয়া বাচ্চা কুমিরটি লবণ পানির প্রজাতির। এবং এই বাচ্চা কুমিরটি লম্বায় প্রায় সাড়ে ১ফুট ও বয়স হবে প্রায় ১ থেকে ২ মাসের মতো।এবং জোয়ারের সময় কুমিরটি পশুর নদী থেকে খাল হয়ে ওই ঘেরে চলে এসেছিল।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.