মোংলায় দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যাক্ষ তুষার কুমার গাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন, দোয়া মাহফিল, শিক্ষার্থীদের ফুল, টি-শার্ট, ক্রেস্ট ও নানা উপহার দিয়ে বরণ, শিক্ষকদের উপহার সামগ্রী বিতরণ, স্মৃতি চারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দীনব্যাপী চলে এ অনুষ্ঠান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ হাবিবুর রহমান, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, মোংলা সরকারী কলেজের সাবেক অধ্যাক্ষ গোলাম সরোয়ার, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যাক্ষ শেখ মোতাহার রহমান, বুড়িরডাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, বুড়িরডাঙ্গা ইউপি আ’লীগের শভাপতি অর্ধেন্দু শেখর বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্যামল কুমার দেওয়ানসহ সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.