অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
বাগেরহাটের মোংলায় ঘষিয়াখালী চ্যানেলের নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের সহায়তায় এ মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ঘষিয়াখালী চ্যানেলের তীরে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মোংলা নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত নারী গর্ভবতী ছিলেন।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, মরদেহটি অজ্ঞাত, তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর বিস্তারিত জানা যাবে। মরদেহটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.