অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট
বাগেরহাটের মোংলায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১'টায় মোংলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচি (সেলফ) সহযোগিতায় উপজেলা প্রশাসন এ সমন্বয় সভার আয়োজন করে।
এ সভায় সভাপতিত্ব করেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাস।
এ বাল্য বিবাহের কুফল ও প্রতিকার বিষয়ে বিস্তারিত বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন প্রমুখ। এ সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.