শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে মোটরযান ফিটনেসের আয়কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে সাধারন মোটরযান মালিকেরা ( ট্রাক মালিক) (শুক্রবার) বিকাল ৪ টায় কালীগঞ্জ শহরের মেইন বাস স্টান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে শেষে সড়ক অবরোধ করেন মোটরযান মালিকরা।
মানববন্ধনে মোটরযান মালিকরা দাবি করেন, বিআরটিএ নিধার্রিত পূর্বের আয়কর ৯৫০০ টাকা করতে হবে । না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.