মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন পৌনে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
প্রথমে সংস্থাটির সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। পরিস্থিতি খারাপ হতে থাকায় ধাপে ধাপে আরও ১০টি ইউনিট আগেরগুলোর সঙ্গে যোগ দেয়। তাদের সহায়তায় পরবর্তীতে সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণী সাহায্যকারী দল যুক্ত করা হয়।
তা ছাড়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করে পুলিশ, র্যাব, বিজিবি এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা।
বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মার্কেটে ওপর থেকে পানি ছিটানো হয়।
আগুনে হতাহতের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণে এখনো ফায়ার সার্ভিসের টিম কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.