
মৌলবাদ
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
মৌলবাদের মূল বাণী
পবিত্র কুরআন,
মৌলবাদ বিরোধী রয়েছে যতো
উগ্রবাদী শয়তান।
মৌলবাদ ছিল প্রিয় নবী
দিয়েছে সত্যের দাওয়াত,
আলেমরা তার উত্তরসূরী
হয়েছে সেই দাওয়াতের বায়াত।
বলছে যারা স্লোগান দিয়ে
বাংলা হলো বাউলদের,
মৌলবাদ মুক্ত বাংলা গড়তে
স্লোগান দিচ্ছে শয়তানের।
হুশিয়ার করে বলছি তাদের
সাবধান হয়ে যাও বাছাধন,
শাহজালালের বাংলা মোদের
উগ্রবাদীদের হবে পতন।
মৌলবাদী ছিল শরীয়ত উল্লাহ
সত্যের পক্ষে করেছে লড়াই,
৩৬০ আউলিয়া ছিল মৌলবাদ
দাওয়াত দিয়েছে সারা বাংলায়।
বোকার রাজ্যে বসবাস করে
শাহবাগের সাজে সেজেছো তোমরা,
পালানোর পথ পাবে না খুঁজে
একবার যদি রুখে যাই আমরা।
মোরা মৌলবাদী কুরআনের বাণী
আমাদের চিরসঙ্গী,
আপোষহীন লড়াইয়ে আমরা রণবীর
তোমরা বলো আমরা জঙ্গি।
ওহে উম্মাদের দল বলছি শোনো!
জিহাদের দরজা রয়েছে খোলা,
কোরআনে নিষিদ্ধ জঙ্গি উগ্রতা
তোদের শিখরে এবার মারবো তালা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.