গণপ্রজাতন্ত্রী চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল আরেকটি গৌরবময় মুহূর্তের সূচনা করতে চলেছে! চীনের কেন্দ্রীয় সরকারের ম্যাকাওয়ে সার্বভৌমত্বের অধিকার পুনরায় প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সিজিটিএন ও ম্যাকাও গবেষণাকেন্দ্র যৌথভাবে ১৫৫১ জন ম্যাকাওবাসীর ওপর সম্প্রতি একটি জরিপ চালায়। এই জরিপের ফলাফল অনুসারে, ম্যাকাওয়ে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ সফল হয়েছে বলে উত্তরদাতারা মনে করেন। তাঁরা সবাই মনে করেন যে, একই ধরনের সমস্যা সমাধান এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই ব্যবস্থা সবচেয়ে ভালো।
ম্যাকাওর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সন্তুষ্টির প্রশ্নে, ৯৩.৯ শতাংশ উত্তরদাতারা সাম্প্রতিক বছরগুলোতে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের শাসনে সন্তোষ প্রকাশ করেন; ৯১.৯ শতাংশ উত্তরদাতারা বলেন, ম্যাকাওয়ে জনগণের রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা সম্পূর্ণরূপে সুরক্ষিত হয়েছে; এবং ৯০.৮ শতাংশ উত্তরদাতা সামাজিক কল্যাণ স্তরে ম্যাকাও-এর উল্লেখযোগ্য উন্নতির প্রশংসা করেন।
জরিপে অংশগ্রহণকারীদের উত্তরে বিগত ২৫ বছরে ম্যাকাও-এর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রকৃত চিত্র ফুটে উঠেছে। উপাত্ত অনুসারে, ম্যাকাওয়ের জিডিপি ১৯৯৯ থেকে ২০২৩ সালের মধ্যে ৭.৩ গুণ বেড়েছে; মূল ভূখণ্ড ও ম্যাকাওয়ের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩.৮৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা মাতৃভূমির কোলে ফিরে আসার আগের তুলনায় ৪.৩ গুণ বেশি; চলতি বছরের অক্টোবরে ম্যাকাওয়ে মূল ভূভাগের প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ছিল ১৪.১৯ বিলিয়ন মার্কিন ডলার।
জরিপের অংশগ্রহণকারীদের ৯৪.৩ শতাংশ বলেছেন, শক্তিশালী মাতৃভূমি ম্যাকাওয়ের সমৃদ্ধি ও উন্নয়নে সম্পূর্ণভাবে সমর্থন দিয়ে যাচ্ছে; ৯২.৭ শতাংশ উত্তরদাতারা ম্যাকাও ও মূল ভূভাগের যোগাযোগ ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়েছে বলে উপলব্ধি করেন। কেন্দ্রীয় সরকারের সমর্থন ও সহায়তায়, ম্যাকাও ইতোমধ্যেই ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের সাথে স্থিতিশীল অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করেছে; আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানে ম্যাকাও-এর অংশগ্রহণের সংখ্যা ১৯০-এরও বেশি; ইতোমধ্যেই ১৪৭টি দেশ ও অঞ্চলের ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পেয়েছে ম্যাকাও। সেজন্য ৯২.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, মাতৃভূমির ওপর নির্ভর করে বিশ্বের সাথে সংযুক্ত হওয়া হচ্ছে ম্যাকাওয়ের অনন্য ও উল্লেখযোগ্য সুবিধা।
সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.