মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর পৃথক অভিযানে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গজ কাপড় জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ অক্টোবর রাতে গোবরাকুড়া ও গজনী সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা এসব পণ্য আটক করেন।
অভিযানে ৮০৩ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে, একটি নোকিয়া বাটন মোবাইল, একটি গ্রামীণ সিম ও ৯৬ মিটার গজ কাপড় জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৩১ হাজার ৭০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত পথে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল, তবে টহলরত বিজিবি সদস্যদের তৎপরতায় তা ব্যর্থ হয়।” তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.