মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার
যমুনার লাইফ ইনসিওরেন্স লি: এর প্রধান কার্যালয়ে ২০২৫ সালের ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বুধবার সকালে কোম্পানির প্রাধান কার্যালয়ে সংগঠন প্রধানদের কাছ থেকে সি ই ও (সিসি) ডক্টর বিশ্বজিৎ কুমার মন্ডল। উক্ত বার্ষিক প্লানিং ও পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান বদরুল আলম খান ও ভাইস চেয়ারম্যান।
এ সময় যমুনা লাইফের চেয়ারম্যান বলেন, আমাদের কোম্পানি দক্ষ ম্যানেজমেন্ট এর মাধ্যমে সম্পন্ন অনলাইন পরিচালিত, গ্রাহকের সেবার মান নিশ্চিত করতে দক্ষ জনবল নিয়োগ দেয়া রয়েছে। আপনাদের মাঝে সংগঠন প্রধান যারা আছেন, তারা মার্কেটিংয়ে প্রচুর পরিমাণে জনবলের নিয়োগের মাধ্যমে কোম্পানি টার্গেট অনুযায়ী নিজ নিজ পদবীতে লক্ষ্য মাত্রা অর্জন করুন।
যমুনা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ২০২৫ সালের বার্ষিক টার্গেট নিয়ে কোম্পানি বিভিন্ন উন্নয়ন মূলক আলোচনা করেন এবং ফরিদুল আলম সিনিয়র ডিএমডি সহ সকল ডি এম ডি ও এ এমডি গন ব্যবসায়িক ও পরিকল্পনা করেন ২০২৫ সালের ফিল্ড পর্যায়ে প্রচুর জনবলের মাধ্যমে বার্ষিক লক্ষ্যমাত্রা দেন। প্রথম বর্ষ প্রিমিয়াম ৪০ কোটি নবায়ন ২০ কোটি টাকা টার্গেট পেশ করেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর উপস্থিতিতে (সি ই ও) এর নিকট ।
২০২৪ সালের ক্লোজিং এ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
২০২৫ সালের জানুয়ারি মাসে যারা সর্বোচ্চ প্রিমিয়াম দিয়েছেন এদেরকে ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার পেয়েছেন ডা: রওশন আরা, ডিএমডি তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান স্যার ও সিইও মহোদয় নিকট থেকে পুরস্কার নিতে পেরে। সহকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করলে ২০২৫ সালে ১০০ কোটি টাকা ফার্স্ট ইয়ার প্রিমিয়াম জমা দেয়া সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.