যশোর ঝিকরগাছায় খেজুরের রস সেবন করে দুই পরিবারের ১০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার ১১টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন-উপজেলার অমৃতবাজার গ্রামের জোহর আলীর স্ত্রী ইসমিন (২৫), শুকুর আলীর ৫ বছরের শিশু জুনায়েদ, আক্তার হোসেনের স্ত্রী রোকেয়া (৪০), বৃদ্ধ আহম্মদ আলী (৬৫), ইমরান (২৪), ইয়াসিন (২৮), আব্দুর সামাদের স্ত্রী রওশন আরা (৪০), গৃহবধূ শিউলি (১৮), আক্তার আলীর শিশু কন্যা বিথি বিথী (৮) ও আহাদ (৪০)।শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে অন্যএকটি সূত্রের দাবি-হাসপাতালে ভর্তির কিছু সময় কোনো কিছু না জানিয়ে কেউ কেউ পালিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.