উৎপল ঘোষ, যশোর জেলা প্রতিনিধি :
যশোরের চিহ্নিত সন্ত্রাসী কবির চৌধুরী ওরফে হাফিজকে ইয়াবাসহ আটক করেছে র্যাব। হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, বোমাবাজি ও মাদকসহ অন্তত দুইডজন মামলার আসামি কবির চৌধুরী। শহরের পুরাতন কসবা এলাকার সাজিদ এন্টার প্রাইজের সামনে থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় কবির চৌধুরীর বিরুদ্ধে র্যাবের এসআই আল আমিন নাঈম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।আটক কবির চৌধুরী শহরের শংকরপুর মুরগি ফার্ম এলাকার মৃত কিনাই চৌধুরীর ছেলে।
র্যাব ক্যাম্প যশোরের এসআই আল আমিন নাইণ জানিয়েছেন, গত সোমবার রাতে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে একজন ব্যক্তি পুরাতন কসবা এলাকার সাজিদ এন্টার প্রাইজের সামনে ইয়াবা বিক্রি করছে। এসময় সেখানে অভিযান চালিয়ে কবীর চৌধুরীকে ১৮৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.