যশোরে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের করণীয় শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। কমব্যাটিং আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ (সি.ই.এম বি)। সোমবার ২০ ফেব্রুয়ারি সকালে যশোরের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার ২৫ জন সাংবাদিকদের সাথে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ও রুপান্তরের উদ্দ্যেগে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। রুপান্তরের জেলা সমন্বয়কারী কাজি মফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপশ কুমার পাল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপ পরিচালক আনিসুর রহমান ও প্রেসক্লাব যশোরের সাধারন সম্পাদক এস এম তৌহিদুর রহমান। চাইল্ড ইয়ুথ সেন্টারড ডেভেলপমেন্ট প্রজেক্ট কমব্যাটিং আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ (সি.ই.এম বি) ও রুপান্তর কর্মসূচির আওতায়ধীন এই প্রশিক্ষণ কর্মশালায় যশোরে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ নেন। সকাল ৯ টায় শুরু হওয়া এ কর্মশালায় বাল্যবিবাহ বন্ধে প্রচলিত আইন, বাল্যবিবাহের কুফল ও ঝুঁকি, বাল্যবিবাহের কারণ ও প্রতিকার, বাল্যবিবাহ বন্ধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বাল্যবিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি জনমত গঠনে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। এ সময় প্রশিক্ষকেরা বলেন, বাল্যবিবাহ বন্ধে নিকাহ রেজিস্ট্রার, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, পরিবারসহ সবার সচেতন হতে হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.