যশোর জেলা প্রতিনিধি : যশোর র্যাব-৬, সিপিসি-৩ রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান দ্রব্যসহ ১২ জন চোরাকারবারিকে গ্রেফতার করে।
র্যাব -৬ সুত্র থেকে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী মডেল থানাধীন পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় ২৪২ পিস বডি স্প্রে, ২০১১ পিস ফেইস ওয়াস, ৯৪ পিস তেল, ১৬১৬ পিস শন পাপড়ী, ৫২০ পিস নেহা মেহেদী, ২৫২ পিস কোলগেট পেস্ট, ৬০৮০ পিস বিভিন্ন ধরনের ক্রিম, ২০০ পিস ডাব সাবান, ৮১ পিস শ্যাম্পুসহ ১২ (বারো) জন চোরাকারবারি’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন, ১। পাবনা জেলার সাথিয়া থানার নাগ ডেমরা গ্রামের সফির প্রামানিক এর ছেলে মোঃ সরোয়ার হোসেন(৪৩), ২। খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার আরবপুর, গোরাপাড়া গ্রামের শুকুমার দাস এর ছেলে শুভ দাস(২৫), ৩। খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার সোনাডাঙ্গা গ্রামের শুভ দাস স্ত্রী টুম্পা দাস(২৩), ৪। একই জেলার যশোর পৌরসভা ঘোপ নওয়াপাড়ার মোঃ সবুজ হাং এর স্ত্রী মোসাঃ জোসনা খাতুন(৩২), ৫। একই জেলার বেনাপোল পোট ভবেরবেড় মধ্যপাড়ার মৃতঃ আলি হোসেন মেয়ে শিল্পি বেগম(৪৮), ৬। একই জেলার কোতয়ালী মডেল থানার হরিজন কলোনীর মৃতঃ রাম কুমার দাস এর স্ত্রী রীনা রানী দাস(৪৮), ৭। যশোর জেলার যশোর পৌরসভা-রেলবাজার সুইপার কলোনী, রাম কুমার দাস এর ছেলে দিপু কুমার দাস(২৬), ৮। একই জেলার কোতয়ারী মডেল থানার রেলগেট কলাবাগনপাড়া গ্রামের মোঃ আবু তাহেরের স্ত্রী মোসাঃ সালমা বেগম (৫০), ৯। একই জেলার কোতয়ারী মডেল রেল গেট পশ্চিম পাড়া গ্রামের মৃতঃ সালাম হাওলাদারের মেয়ে মোসাঃ ফুলি বেগম (৪২), ১০। একই জেলার অভয়নগর থানার নওয়াপাড়া গ্রামের মোঃ হাশেম আলীর স্ত্রী মোসাঃ লিলি বেগম(৪০), ১১। একই জেলার বেনাপোল পোর্ট থানার ভবের বের গ্রামের আব্দুর নুর রিপনের স্ত্রী মোসাঃ রুপালী খাতুন(৩২), ১২। একই জেলা ও একই থানার ভবের বের গ্রামের মোঃ নাজমুল হোসেনের স্ত্রী মোসাঃ কুলসুম খাতুন(২৩)।
র্যাব -৬ সি পি সি -৩ কোম্পানি অধিনায়ক মেজর হাম্মদ সাকিব হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত চোরাকারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত হতে ভারতীয় মেহেদী, তেল, সাবান, শ্যাম্পু, বডি স্প্রে, ফেস ওয়াশ,পেস্ট সহ ভারতীয় প্রসাধনী পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে যশোর’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.