যশোর ঝিকরগাছা সড়কের নবীনগর ফিলিং পাম্পের সামনে মোটর সাইকেল ও ট্রাকের দুর্ঘটনায় শালা ও দুলাভাইসহ ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে নিহত হয়।নিহত জুয়েল রানা বাবু বেনাপোল সীমান্তের নারায়নপুর নতুন পাড়া গ্রামের হাসান আলীর ছেলে এবং হৃদয় হোসেন একই গ্রামের সাহেব আলীর ছেলে। তারা সম্পর্কে একে অপরের শালা দুলাভাই।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বেনাপোল থেকে শালা দুলাভাই মোটরসাইকেল যোগে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নবীব নগর মোল্যা ফিলিং স্টেশন থেকে পেট্রোল ভরে রোডে উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ঢাকা মেট্রো ট-১৮-৩১৬২ নাম্বারের ট্রাক তাদেরকে পিষ্ট করে ট্রাক ফেলে রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.